পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident In Kolkata: পাটুলিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 1, আহত 4 - road accident in Kolkata

মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল 1 জনের, আহত 4 জন (Road Accident In Kolkata)। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় ।

patuli accident
patuli accident

By

Published : Jan 28, 2022, 1:00 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: কলকাতা শহরে আবারও মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটল শুক্রবার সকালে (Road Accident In Kolkata)। দুর্ঘটনাতে মারা গিয়েছেন 1 জন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 4 জন। ঘটনাস্থল কলকাতার দক্ষিণ শহরতলীর বৈষ্ণবঘাটা-পাটুলি অঞ্চল।

মৃতের নাম সিরাজুল সর্দার, বয়স 40 বছর। তিনি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা। আহত বাকি চারজনও দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাটের বাসিন্দা। আহত হন গাড়ির চালক অমিত সর্দার, তাঁর বয়স 33 বছর। বাকি আহতরা হলেন সইদুল শেখ, আসাদুল শেখ এবং ভাস্কর পুরকাইত।

আরও পড়ুন: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে পাঁচ অভিযুক্তকে ফেরার ঘোষণা সিবিআইয়ের

আহতরা বাঘা যতীন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে তারা ফিরছিলেন মগরাহাটে। 5 জনই মদ্যপ অবস্থায় ছিলেন। আজ সকালে প্রচণ্ড গতিতে ছুটে আসা গাড়িটি পাটুলি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুলের। জানা গিয়েছে, আজ সকালে গাড়িটি উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে থেকে ফিরছিল। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ABOUT THE AUTHOR

...view details