পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Accident in Agra: পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে দুর্ঘটনার কবলে এ রাজ্যের বাস, মৃত 1

পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে ভয়ংকর দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল রায়দিঘির পর্যটকদের বাস ৷ তাজমহল থেকে 20 কিলোমিটার আগে পর্যটক সমেত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারে (Bus Accident in Agra) । এরপর রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। যাগ জেরে দুর্ঘটনার কবলে পড়েন বাঙালি পর্যটকরা। মৃত 1, হতাহতের সংখ্যা বহু (One Died and Many Injured)।

Bus Accident in Agra
তাজমহলের পথে দুর্ঘটনার কবলে বাস

By

Published : Sep 27, 2022, 6:47 PM IST

রায়দিঘি, 27 সেপ্টেম্বর: আগ্রায় বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে রায়দিঘির পর্যটকদের একটি বাস (Bus Accident in Agra) । তাতে প্রাণ হারিয়েছেন 1 জন, আহত 64 (One Died and Many Injured in a Bus Accident)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 21 সেপ্টেম্বর রায়দিঘি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে 65 জন পর্যটকের একটি দল দিল্লিতে ঘুরতে যায়। মঙ্গলবার ভোরে পর্যটকের দলটি দুর্ঘটনার কবলে পড়ে। আগ্রা যাওয়ার পথে তাজমহলের 20 কিলোমিটার আগে অপর একটি গাড়িকে ধাক্কা মারে ৷ এরপর রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রাণ হারান 1 জন। মৃতের নাম নিতাই চন্দ্র ভাণ্ডারী (59)। রায়দিঘির কুমড়ো পাড়ার অঞ্চলের পুরকাইত ঘেরির বাসিন্দা ছিলেন তিনি। দুর্ঘটনায় আহত হন বাকি 64 জন পর্যটক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজো ভ্রমণে বেরিয়েছিল রায়দিঘির 65 জনের পর্যটক দলটি। মঙ্গলবার ভোররাতে তাজমহল (Taj Mahal) থেকে 20 কিলোমিটার আগে পর্যটক সমেত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত গাড়ির পিছনে ধাক্কা মারে।

আগ্রায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে রায়দিঘির পর্যটকদের একটি বাস

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস পুকুরে, আহত 45

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকল পর্যটকদের উদ্ধার করে। উদ্ধারের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলে। অন্যদিকে, ঘটনার খবর আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃত পর্যটকের পরিবারের লোকজন।

ABOUT THE AUTHOR

...view details