বিষ্ণুপুর, 15 অক্টোবর : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । নাম শম্পা মণ্ডল(28) । আহত হয়েছে 14 জন । ঘটনায় গুরুতর আহত চার জন । বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । দক্ষিণ 24 পরগনার বলাখালির বাসিন্দা ।
বলাখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, মৃত 1 - বলাখালি
আজ আমতলা থেকে বারুইপুর যাওয়ার সময় বলাখালিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । উলটে যায় বাসটি । ঘটনায় মৃত্যু হয় একজনের । গুরুতর আহত চার জন ।
![বলাখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, মৃত 1](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4760461-thumbnail-3x2-acci.jpg)
আজ আমতলা থেকে বারুইপুর যাওয়ার সময় বলাখালিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । উলটে যায় বাসটি । দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে । শুরু করে উদ্ধারকাজ । ঘটনায় মৃত্যু হয় একজনের । গুরুতর আহত চার জন । যার মধ্যে এক জন মহিলা ও এক জন শিশু আছে । অভিযোগ, আমতলা-বারুইপুর রুটের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ । তার জেরেই মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে । আজও রাস্তার বেহাল দশার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে অভিযোগ স্থানীয়দের ।
এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ আমতলা-বারুইপুর রুটে যান চলাচল বন্ধ থাকে । পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।