সাগর, 26 মে : ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পর সুন্দরবনের বিভিন্ন নদীর বাঁধভাঙা স্রোতের মুখে পড়ে মৃত্যু হল দ্বীপে আটকে থাকা এক ব্যক্তির । এক শিশুও নিখোঁজ রয়েছে বলে দাবি গ্রামবাসীর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । স্থানীয়রা জানান, মৃতের নাম বৃন্দাবন জানা ৷ বয়স তেষট্টি বছর ৷ নিখোঁজ শিশুর নাম আতাউল্লা গায়েন । এই নিয়ে যশের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ৷
নদী ও সমুদ্রে জলস্ফীতির জেরে বেহাল অবস্থা তৈরি হয়েছে সুন্দরবন উপকূলের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । গোটা দ্বীপটা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে । আগে বাসিন্দাদের অনেককেই সরিয়ে আনা হলেও কিছু বাসিন্দা ঘোড়ামারা দ্বীপেই ছিলেন । কিন্তু ক্রমশ জলস্তর বাড়তে থাকায় তাঁদের সরকারি স্কুল ও ফ্লাড শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।
বৃন্দাবন জানার বাড়ি ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় । তিনি ফ্লাড শেল্টারেই ছিলেন ৷ নিজের বাড়ির কী অবস্থায় আছে তা দেখতে বুধবার দুপুরে ফ্লাড শেল্টার থেকে বেরিয়ে বাড়ির দিকে গিয়েছিলেন তিনি । ঠিক সেই সময়ই নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে ৷ স্রোতের মুখে পড়ে ভেসে যান বৃন্দাবন । অনেক পরে জল কিছুটা নামলে স্থানীয় একটি পানের বরজে তাঁর দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা । স্রোতের মুখে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷