জয়নগর, 7 জানুয়ারি: জয়নগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল । এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় । এই ঘটনায় তৃণমূল বিধায়কের শ্যালকের পরিচিতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে । শনিবারের এই ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকায় (Jaynagar TMC Inner Conflict) ৷
অভিযোগ তৃণমূল কর্মী প্রবীর মণ্ডলকে উইকেট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জয়নগর-1 ব্লকের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা । আক্রান্ত প্রবীর মণ্ডল জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের অনুগামী হিসাবে পরিচিত (TMC worker beaten in Jaynagar)। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালক তথা ব্লক তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের লোকেরা তাঁকে মারধর করেছেন বলে আক্রান্তের পরিবারের অভিযোগ । এই প্রসঙ্গে আহত প্রবীর মণ্ডল বলেন, “বিধায়কের ও তুহিনের গ্রুপের ছেলেরা মারধর করেছে । মুখ চিনি, নাম জানি না ।”
তবে যাঁর বিরুদ্ধে এই মারধরে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে সেই তুহিন বিশ্বাসের দাবি, প্রবীর মণ্ডল বিধায়ককে হারাতে 2021 বিধানসভা ভোটের সময় বিজেপিতে চলে গিয়েছিলেন । একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় তাঁর কোনও ভূমিকাই নেই । বরং তাঁর দাবি, জুয়া খেলার সময় ঝামেলার কারণে কিংবা জমিজমা নিয়ে গোলমালের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে (Jaynagar TMC Inner clash) ।