হিলি (দক্ষিণ দিনাজপুর ) , 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় 10 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল BSF ৷ গতরাতে হিলি থানার ভীমপুর BOP-র ঈশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ৷
হিলিতে 10 কেজি-গাঁজা সহ গ্রেপ্তার যুবক - south dinajpur
বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে BSF-র হাতে ধরা পড়ে বছর তেইশের গৌতম ৷ তার কাছ থেকে 10 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাঁজা সহ তাকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে BSF ৷
গাঁজা সহ গ্রেপ্তার যুবক
ধৃতের নাম গৌতম রায় ৷ বাড়ি হিলি থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৷ বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য এক লাখ টাকা ৷ গাঁজা সহ ধৃত গৌতমকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেন জওয়ানরা ৷ গতরাতে BSF-র কাছে গোপণ সূত্রে খবর আসে, বাংলাদেশে গাঁজা পাচার করা হচ্ছে ৷ সেই মতো অভিযান চালিয়ে গৌতমকে গ্রেপ্তার করেন জওয়ানরা ৷
BSF-র তরফে জানানো হয়, বাংলাদেশে পাচারের জন্য এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷