রায়দিঘি, 26 মার্চ : খাবারের প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন । নাবালিকাদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Old Man Arrest At Raidighi)। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির । ধৃতের নাম অজয় মণ্ডল । 46 বছরের ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্বামীর এই কুকীর্তির কথা জানতে পেরে দীর্ঘদিন আগেই বাড়ি ছেড়েছিলেন স্ত্রী । তখন থেকেই একা থাকতে শুরু করেন অজয় । কিন্তু এত সবের পরও বদলায়নি সে । অভিযোগ, বেশকিছুদিন ধরেই দুই নাবালিকাকে খাবারের টোপ দিয়ে দুপুর ও বিকেলে বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালাত অজয় । শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় তারা । এরপর পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার । অজয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় অজয়কে ।