পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kashipur : বাড়ি দখল করে মারধরের অভিযোগ, সাহায্য পেতে থানার সামনে ধরনায় বৃদ্ধ দম্পতি

তিন বছর থাকার নাম করে আট বছর ধরে বৃদ্ধ দম্পতির বাড়ি দখল করে মারধর করার অভিযোগ ৷ বিচার চাইতে কাশীপুর থানার সামনে ধরনায় বসলেন নিঃসন্তান বৃদ্ধ দম্পতি (Kashipur)৷

Kashipur
কাশীপুর থানার সামনে ধরনায় বৃদ্ধ দম্পতি

By

Published : Jun 16, 2022, 6:36 PM IST

কাশীপুর, 16 জুন :দীর্ঘদিন ধরে বাড়ি দখল ও মারধরের হাত থেকে বাঁচতে প্ল্যাকার্ড হাতে থানার সামনে ধরনায় বসলেন সত্তরোর্দ্ধ দম্পতি (old couple seat on protest in front of Kashipur Police Station)৷ প্ল্যাকার্ডে লেখা বিচার চাই, শাস্তি চাই । বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাশীপুর থানা চত্বরে ।

দম্পতির নাম সমীর গঙ্গোপাধ্যায় ও কল্পনা গঙ্গোপাধ্যায় । কাশীপুর গ্রামে তাঁরা দীর্ঘদিন ধরে বসবাস করেন । নিঃসন্তান দম্পতির ভিটে বাড়িতে একটি টিনের দোচালা রয়েছে । সেখানেই আট বছর আগে আশ্রয় নেন জয়নগর গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল ও কাকলি মণ্ডল । স্থানীয় একটি স্কুলে তাঁদের একমাত্র ছেলেকে পড়ানোর জন্য ওই টিনের বাড়িতে আশ্রয় চান তাঁরা । তিন বছর পর ঘর ছেড়ে চলে যাওয়ার কথাও বলেন ৷ মানবিকতার খাতিরে সেই সময় অসহায় এই দম্পতিকে নিজেদের বাড়িতেই থাকতে দিয়েছিলেন ৷ এমনকি ভাড়াও নিতেন না ৷ কিন্তু এমন পরিস্থিতি হবে তা কল্পনাও করেননি ৷

আরও পড়ুন :Daspur : অন্য নূরজাহান, বিয়ের দাবিতে বারাসত থেকে দাসপুরে প্রেমিকের বাড়িতে ধর্না

এখন সেই দম্পতির ছেলে স্কুল শেষ করে কলেজে ভর্তি হলেও তাঁরা বাড়ি ছাড়তে নারাজ । তিন বছর পর চলে যাওয়ার কথা বললেও আট বছর ধরে নিঃসন্তান বৃদ্ধ দম্পতির বাড়ি দখল করে রেখেছেন তাঁরা ৷ এই নিয়ে কাশীপুর থানা, ভাঙড় 2 ব্লকের বিডিও অফিস ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি । তাই এবার বিচারের দাবিতে কাশীপুর থানার সামনে ধরনায় বসেন বৃদ্ধ দম্পতি ।

অভিযুক্ত কাকলি মণ্ডল আবার পেশায় একজন অঙ্গনওয়াড়ী কর্মী । একজন সরকারি চাকুরিজীবী হয়েও তিনি কীভাবে অন্যের বাড়ি দখল করে আট বছর ধরে বসবাস করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবেশীরাও । যদিও এ নিয়ে প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত দম্পতি ।

এদিকে, থানার সামনে এভাবে চোখের জল ফেলতে দেখে অস্বস্তিতে পড়েন পুলিশ কর্মীরা । কাশীপুর থানার বড়বাবু প্রদীপ পাল বৃদ্ধ অসহায় দম্পতির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।

আরও পড়ুন :Woman Protest : বিবাহ বিচ্ছেদের নোটিশ, শ্বশুর বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় গৃহবধূ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details