ক্যানিং, 8 জুলাই: ক্য়ানিং কাণ্ডের (Canning Triple Murder Case) 24 ঘণ্টা পরও খুনিদের নাগাল পায়নি পুলিশ ৷ বস্তুত, ছ'জনের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাদের কারও সন্ধান মেলেনি বলেই দাবি সূত্রের ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব খুনিদের পাকড়াও করে কঠোর শাস্তি দিতে হবে ৷
স্থানীয় সূত্রের দাবি, ক্রমশ বেড়ে চলা জনপ্রিয়তাই কাল হয়েছিল নিহত পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির (38) ৷ খুব সম্ভবত, তাঁর রাজনৈতিক উত্থান রুখতেই তাঁকে খুন করা হয়েছে ৷ তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ৷ এলাকার বাসিন্দাদের একাংশ বলছেন, খুনিরা স্বপনকে খুন করতেই এসেছিল ৷ ভূতনাথ প্রামাণিক (33) এবং ঝন্টু হালদার (33) হয়তো তাদের নিশানা ছিল না ৷ কিন্তু, যেহেতু তাঁরা স্বপনের সঙ্গে ছিলেন, সেই কারণেই তাঁদেরও খুন করা হয় ৷ আততায়ীরা আসলে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীকেই বাঁচিয়ে রাখতে চায়নি ৷ পুলিশের একটা অংশও এমনটা করছে বলে দাবি সূত্রের ৷