মগরাহাট, 1 জুন : আমফান ঘূর্ণিঝড়ের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এখনও স্বাভাবিক হয়নি এলাকার বিদ্যুৎ পরিষেবা। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সামাজিক দূরত্বের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলল বিক্ষোভ প্রদর্শন। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকের খনকার বাজারের।
এখনও বিদ্যুৎহীন এলাকা, সামাজিক দূরত্ব ভুলে অবরোধ মগরাহাটে - demand of electricity in magrahat
আমফান ঘূর্ণিঝড়ের পর কেটে গেছে প্রায় 12 দিন। কিন্তু, এখনও এলাকায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে অবরোধ করলেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমফান ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রায় দুই সপ্তাহ হতে চলল এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনও কর্মীকে এলাকায় দেখা যায়নি। ফলে, এলাকায় বিদ্যুৎ না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। গতকাল মগরাহাট খনকার বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে মগরাহাট থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই স্থানীয়রা পুলিশ প্রশাসনের সামনে অবরোধ করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।