পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Canning Hospital : খাবার ভেবে মাছি মারার বিষ খেয়ে অসুস্থ 7 শিশু - মাছি মারা বিষ খেয়ে ক্যানিংয়ে অসুস্থ 9

বিয়ে বাড়িতে গিয়ে মাছি মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ল 9 জন । যাদের মধ্যে 7 জন শিশু ৷ অসুস্থরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন (Canning Hospital)।

nine fall sick after eating fly poison in Canning
Canning Hospital

By

Published : Jun 5, 2022, 7:11 PM IST

ক্যানিং, 5 জুন : ক্যানিং থানার আমতলা এলাকায় একটি বিয়ে বাড়িতে উপস্থিত হয় আত্মীয়-স্বজনরা । বাড়ির সানসেট-এর উপরে একটি প্যাকেটে রাখা ছিল মাছি-মশা তাড়ানোর বিষ । খাওয়ার লুকিয়ে রেখেছে, এই ভেবে সেই বিষ খেয়ে নেয় বাচ্চারা (nine fall sick after eating fly poison in Canning)।

শুধু নিজেরা খায় তা নয়, দুজন বয়স্ক মানুষকেও খাওয়ার ভেবে সেই বিষ দেয় । কিছুক্ষণ পর থেকে অসুস্থ হতে শুরু করে ওই সব বাচ্চারা । তাদের পেট ব্যথা এবং বমি শুরু হয় । তারপর তাদেরকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । তাদের সেখানেই চিকিৎসা চলছে ।

আরও পডু়ন :Kidnapping : 2 দিন ধরে নিখোঁজ কিশোরী, উঠছে অপহরণের অভিযোগ

বিয়ে বাড়িতে গিয়ে মাছি মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ল 9 জন

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়িতে প্রচুর মশা-মাছির উৎপাত । আর তাই চিনির মতো দেখতে একরকম মশা-মাছি মারার বিষ এনে সানসেটে উপরে প্যাকেটে করে লুকিয়ে রাখা হয় । কিন্তু বাচ্চারা ভাবে ওর মধ্যে কোনও খাবার লুকিয়ে রেখেছে বাড়ির লোকজন । সেই ভেবেই তারা তা খেতে শুরু করে । ফলে অসুস্থ হয়ে পড়ে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন সকলের অবস্থা স্থিতিশীল (Canning Hospital)। বিপদের কোন কারণ নেই ।

ABOUT THE AUTHOR

...view details