ঘোড়ামারা (সুন্দরবন), 14 অগস্ট: 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুন্দরবনের ভাঙ্গন কবলিত ঘোড়ামারা দ্বীপে ত্রাণ বিলি করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড আর্মি’। প্রায় 1000 জন পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন (Rabin Hood Army Distribute Relief in Ghoramara)।
ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপের মানুষে পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন । স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীক পেয়ে খুশি দ্বীপবাসী । দ্বীপ বাসীর আবেদন, এই ভাঙ্গন কবলিত দ্বীপের কথা ভাবুক রাজ্য সরকার । যেভাবে ভাঙ্গন গ্রাস করছে, ঘোড়ামারা দ্বীপকে বাঁচাতে যদি রাজ্য সরকার কোনও উদ্যোগ না নিলে কয়েকবছরের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে এই দ্বীপটি । সংগঠনের পক্ষ থেকে এদিন ত্রাণের পাশাপাশি জাতীয় পতাকাও তুলে দেওয়া হয়।