রায়দিঘি, 26 সেপ্টেম্বর: দেবীপক্ষে পরিবারের 'নতুন সদস্য'কে কুড়িয়ে পেলেন দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) রায়দিঘির (Raidighi) বাসিন্দা মাঝবয়সী মঙ্গলা সর্দার ৷ সোমবার ভোরে সদ্যোজাত একটি মেয়েকে কুড়িয়ে পান তিনি (Newborn Baby Girl Rescued) ৷ সকলের পরামর্শে সঙ্গে তাকে নিয়ে ছুটে যান স্থানীয় হাসপাতালে ৷ পুলিশ বাচ্চাটির মা ও পরিবারের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ কিন্তু মঙ্গলা জানিয়েছেন, এই মেয়েকে তিনিই মানুষ করতে চান ৷
এই ঘটনায় সমাজের এক শ্রেণির মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, ধনপ্রাপ্তি থেকে বিদ্যালাভ, সবকিছুর জন্য কোনও না কোনও দেবীর পুজো করা হয় ৷ সেই ঈশ্বরীও একজন নারী ৷ তার উপর রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ ৷ এখন উমার মর্ত্য়ে আগমনের অপেক্ষা ৷ অথচ, এমনই সমাজে আজও কন্য়া সন্তান ব্রাত্য ! বাসিন্দাদের অনুমান, সদ্যোজাত শিশুটি মেয়ে হওয়াতেই তাকে এভাবে রাস্তার ধারে ফেলে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন:পাণ্ডবেশ্বরে সদ্যোজাত উদ্ধারে আটক বাবা-মা
ঠিক কী ঘটেছিল এদিন ? রায়দিঘি থানা এলাকার অন্তর্গত ২৩ নম্বর লাটের বাসিন্দারা জানিয়েছেন, ভোর চারটে নাগাদ শিশুর কান্নার শব্দে ঘুম ভেঙে যায় অনেকের ৷ তাঁদের মধ্য়ে মঙ্গলাও ছিলেন ৷ কান্নার শব্দ অনুসরণ করে শুরু হয় তল্লাশি ৷ কিছুক্ষণেই চেষ্টাতেই শব্দের উৎস আবিষ্কার করে ফেলেন গ্রামবাসী ৷ দেখা যায়, রাস্তার পাশে পড়ে রয়েছে একটি শিশু ৷ প্রত্যক্ষদর্শীদের অনুমান, দেবীপক্ষেই জন্ম হয়েছে এই মেয়ের !
দেবীপক্ষে উদ্ধার সদ্যোজাত কন্যা স্থানীয় বাসিন্দারাই শিশু উদ্ধারের ঘটনা থানাকে জানান ৷ শিশুটিকে নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ৷ আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রায়দিঘি থানার পুলিশ ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পুলিশ চাইছে পরিবারকে খুঁজে তাদের হাতে বাচ্চাটিকে তুলে দিতে ৷ কিন্তু, এতে গ্রামবাসীর আপত্তি রয়েছে ৷ তাঁদের বক্তব্য, যাঁরা দুধের শিশুকে এভাবে রাস্তায় ফেলে দিয়ে যেতে পারেন, তাঁদের কাছে আদৌ কি সুরক্ষিত থাকবে সে ? যদিও শিশুর পরিবারের সদস্যদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে ৷ তাতে অবশ্য খুশিই হয়েছেন মঙ্গলা ৷ তিনি জানিয়েছেন, মহালয়ার পর এই মেয়েকে কুড়িয়ে পেয়েছেন তিনি ৷ তাই তাকে তিনিই বড় করে তুলবেন ৷