বারুইপুর, 29 জুন: জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ ৷ আর সেই বিবাদের জেরে ভাইপোর হাতে 'খুন' হলেন কাকা ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরে কুমোরহাটে ৷ অভিযোগ এদিন রাতে কাকা বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় ভাইপো ৷ কাকা দোকান বন্ধ করে ফেরার পথে পিছন থেকে অভিযুক্ত যুবক কাকাকে ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ জখম ব্যক্তিকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো ৷ তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উসমান ঢালি (34) ৷ অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে তাঁকে ছুরি মারে ভাইপো হাসাম ঢালি ৷
উসমানকে রক্তাক্ত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তিনি এতটাই জখম ছিলেন যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, উসমান ঢালির প্রতিবেশী হাসাম ঢালি ৷ তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো ৷ সূর্যপুর সেতুর কাছে উসমান ঢালির কাপড়ের দোকান আছে ৷ সেই দোকান বন্ধ করেই বুধবার রাতে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে ।