পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক - sexual harassment

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের ঘটনা ৷ অশালীন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ ধৃতের বিরুদ্ধে ৷ তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

WB_S24_03_NARENDRAPUR PISCO_WBC10003
ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক

By

Published : May 29, 2021, 6:44 PM IST

নরেন্দ্রপুর, 29 মে : অষ্টম শ্রেণির ছাত্রীকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, প্রথমে ওই নাবালিকাকে জোর করে ঘরে ঢুকিয়ে তার অশালীন ছবি তোলা হয় ৷ তারপর সেই ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ওই যুবক ৷ এমনকী, ওই ছবি দেখিয়েই সে নাবালিকার উপর মাঝমধ্যেই যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ ৷

নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে নাবালিকা জানিয়েছে, বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিল অভিযুক্ত যুবক ৷ তবে মেয়েটির পরিবার এই ঘটনা জানার পরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে ৷ ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করে তারা ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ শনিবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হয় ৷ এই ঘটনায় অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে ৷

আরও পড়ুন :শিশুদের যৌন হেনস্থার প্রতিবাদ করায় মারধর, মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

প্রাথমিকভাবে ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, 2020 সালের 5 সেপ্টেম্বর তাকে জোর করে গাড়িতে তুলে তারই এক শিক্ষিকার বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ তারপর একটি ঘরে তাকে ঢুকিয়ে দেওয়া হয় ৷ সেখানেই তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো তোলা হয় ৷ এরপর সেই ছবি ও ভিডিয়ো দেখিয়েই তাকে দিনের পর দিন হেনস্থা করত অভিযুক্ত যুবক ৷ লাগাতার এভাবে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষমেশ বাড়িতে বিষয়টি জানায় ওই ছাত্রী ৷ এরপরই পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ শনিবার বারুইপুর আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় অভিযোগকারিণী ৷

ABOUT THE AUTHOR

...view details