পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique: ভাঙড়ে এলেন নওশাদ, কর্মীদের পাশে থাকার বার্তা - আইএসএফ কর্মী

এর আগে পুলিশি বাধার মুখে পড়ে বারবার ব্যর্থ হয়েছিলেন বাড়িতে আসতে ৷ গতকাল বিকেলে ভাঙড়ে এসেছেন তিনি ৷ আর আজ, বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন নওশাদ। দেন পাশে থাকার বার্তাও ৷

Nawsad Siddique
কর্মীদের পাশে থাকার বার্তা নওশাদ সিদ্দিকীর

By

Published : Aug 3, 2023, 1:10 PM IST

Updated : Aug 3, 2023, 1:32 PM IST

সকাল থেকেই দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন নওশাদ

ভাঙড়, 3 অগস্ট:144 ধারা সরিয়ে নেওয়ার পর, দীর্ঘ টালবাহানা কাটিয়ে অবশেষে ভাঙড়ে ঢুকলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। 144 ধারা উঠে যাওয়ার পর এই প্রথম ভাঙড়ে ঢুকলেন তিনি। ভোট গণনার রাতে তিন আইএসএফ কর্মীর মৃত্যুর পর একাধিকবার ভাঙড়ে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার পুলিশি বাধায় ব্যর্থ হয়েছিলেন ভাঙড়ে ঢুকতে। অবশেষে বুধবার বিকেলে তিনি ভাঙড়ে নিজের ভাড়া বাড়িতে ঢোকেন। সেখানে দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন নওশাদ।

এরই পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে নিজের দলীয় কার্যালয় বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সাধারণ মানুষের পাশে থাকার কাজ শুরু করে দেন। পুলিশ দেখে দেখে আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে বলেও তিনি একাধিক কর্মীদের কাছে থেকে অভিযোগ পান। কর্মীদের সঙ্গে কথা বলার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। নওশাদ বলেন, "পুলিশের যত অত্যাচার শুধুই আই এসএফ কর্মীদের উপর। ভোটের সময় থেকেই শুধু দলে দলে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, হেনস্তা করা হচ্ছে।এই বিষয়ে অনেকদিন থেকেই আমার কাছে রিপোর্ট আসছে। আমরা এগুলির বিরুদ্ধে আইনি লড়াই লড়ব।"

আরও পড়ুন:পর্যাপ্ত বিধায়ক নেই, তবু ভাঙড় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছেন নওশাদ

এছাড়াও তিনি বলেন, "শুধু আমাদের কর্মীদের পাশে দাঁড়াতে বা মনোবল বাড়াতে নয়, একজন বিধায়ক হিসেবেও নিজ এলাকায় এসেছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য এসেছি। ভাঙড়ের মানুষ যাতে হিংসামুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আবার এসেছি। তৃণমূল নেতা আরাবুল ও তাঁর ছেলে হাকিমুল বারবার উস্কানিমূলক বক্তব্য রেখে ভাঙড়কে অশান্ত করেছে। বাইরে থেকে গুণ্ডা এনে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। সেই বেলায় কোনও পদক্ষেপ নেয়না পুলিশ।"

আইএসএফ-এর বিরুদ্ধেও ভাঙড়ে বাইরে থেকে লোক ঢোকানোর অভিযোগ উঠেছে, এই প্রশ্ন করার পর নওশাদ বলেন, "ভোটের আগে থেকে এখনও পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হোক।" যদিও কোথাও দেখা যায়, আইএসএফ-এর বিরুদ্ধেও ভাঙড়ে বাইরে থেকে লোক ঢোকানোর অভিযোগ উঠেছে, এই প্রশ্ন করার পর নওশাদ বলেন, "ভোটের আগে থেকে এখনও পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হোক। যদি কোথাও দেখা যায়, আইএসএফ বাইরে থেকে লোক এনেছে, তাহলে প্রশাসন যে শাস্তি দেবে, তা মাথা পেতে নেব।"

আরও পড়ুন:ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্তকে শর্তসাপেক্ষে স্বাগত নওশাদের

Last Updated : Aug 3, 2023, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details