পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique: শওকতের বদলে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরামর্শ নওশাদের - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লার বদলে মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নিক ৷ ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে হুংকার দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

Nawsad Siddique
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

By

Published : Apr 2, 2023, 3:25 PM IST

শওকতের বদলে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরামর্শ নওশাদের

ভাঙড়, 2 এপ্রিল: পঞ্চায়েত ভোটের আগে রবিবার জনসংযোগ বৃদ্ধি করতে ভাঙড়ে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ নিজের গড়ের মাটিতে দাঁড়িয়েই আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে হুংকার শোনা গেল এই আইএসএফ নেতার মুখে । রবিবার কটাক্ষ করে তিনি বলেন, "শওকত মোল্লার বদলে ভাঙড়ের দায়িত্ব যদি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতেন তাহলে ভালো হত ।"

ভাঙড় বিধানসভার ভোজেরহাট এলাকা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গাড়ি নিয়ে মিছিল শুরু করেন এদিন । জেল থেকে মুক্তির পর এলাকায় জনসংযোগ কর্মসূচি হিসেবে তাঁর এই মিছিল বলে জানা গিয়েছে । সেখান থেকে বর্তমানে ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে নিশানায় রেখে পরোক্ষে তৃণমূলকে নিয়ে মন্তব্য করতে শোনা যায় নওশাদকে ।

প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার পর ভাঙড় 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় নিজের গাড়ি নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন তিনি । এবার বাইক বাহিনী নিয়ে ভোজেরহাট থেকে কর্মসূচি শুরু করেন নওশাদ । সেখানে তাঁর বক্তব্য, বিধানসভা ভোটে তৃণমূল যে জমি হারিয়েছে তা আর কোনওভাবে পুনরুদ্ধার করা সম্ভব না । তাই শওকতের বদলে ভাঙড়ের দায়িত্ব নিন মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট । ভাঙড়ে আইএসএফের শক্ত ঘাঁটিতে চিড় ধরাতে মরিয়া শাসকদল । ভাঙড় বিধানসভার জন্য পর্যবেক্ষক করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে । সেই শওকত আবার কিছু দিন আগে 'খুন হয়ে যেতে পারি', এই আশংকা প্রকাশ করে কাশীপুর থানায় এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি । আঙুল তোলেন আইএসএফের দিকেও ।

রবিবার নওশাদের মন্তব্যের পর সেই তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, "অহংকারীর পতন অনিবার্য । এত দিন এলাকার মানুষের সুখ দুঃখের খবর রাখার সময় পাননি । ধর্মীয় ভাবাবেগ দিয়ে 2021 সালে ক্ষমতায় এসেছেন নওশাদ । ফুরফুরা শরিফের আবেগে মানুষ ভোট দিয়েছিল তাঁকে । তবে এবার পঞ্চায়েত নির্বাচনের সময় ঠিক টের পাবে আইএসএফ ।"

আরও পড়ুন:শওকত মোল্লাকে ‘খুনের হুমকি’, থানায় অভিযোগ দায়ের

ABOUT THE AUTHOR

...view details