বারুইপুর, 26 জুন: সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা । বেশ কিছু ঘরছাড়া বিজেপি কর্মীর সঙ্গে কথাও বলেন তাঁরা ।
আদালতের নির্দেশে ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দক্ষিণ 24 পরগনায় যায় জাতীয় মানবাধিকার কমিশনের 7 সদস্যের প্রতিনিধিদল ৷ এদিন সকালে নরেন্দ্রপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে কমিশনের একটি দল । সেখান থেকে একটি দল যায় খেয়াদহতে ৷ অপর দলটি যায় বোড়াল অঞ্চলে । এরপর তারা যায় বারুইপুরে । সেখান থেকে জয়নগর, বিষ্ণুপুর, ফলতা, ডায়মন্ডহারবার সহ একাধিক ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ।