পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boxer Forced Physical Relation: জাতীয় পুরস্কারজয়ী বক্সারের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক, থানায় অভিযোগ দায়ের - boxer complain against her partner

জাতীয় পুরস্কার প্রাপ্ত বক্সারের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক ৷ ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে বিয়ে ৷ অত্যাচারের জেরে বাড়ি ছাড়া নির্যাতিতা ৷ লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের (Leather Complex police station) ৷

Kolkata Leather Complex
পুরস্কারজয়ী বক্সারের সঙ্গে শারীরিক

By

Published : Jan 8, 2023, 2:05 PM IST

Updated : Jan 8, 2023, 6:35 PM IST

বক্সারের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক ও বিয়ে

লেদার কমপ্লেক্স থানা, 8 জানুয়ারি:নির্যাতনের শিকার জাতীয় পুরস্কার প্রাপ্ত বক্সার (national award winning boxer complains against her partner)৷ প্রথমে বাড়িতে ডেকে জোর করে একাধিকবার শারীরিক সম্পর্ক ৷ তারপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বিয়ে ৷ নির্যাতিতার পরিবারের কাছ থেকেও টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ৷

অভিযোগ, 2016 সালে একটি বিয়ে বাড়িতে পরিচয় হয়েছিল নির্যাতিতা ও অভিযুক্তের ৷ এর কিছুদিন পরেই নির্যাতিতাকে পরিবারের সঙ্গে পরিচয় করানোর নাম করে ফাঁকা বাড়িতে ডাকে অভিযুক্ত ৷ জোর করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে । তারপর সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে বিয়ে করতে বাধ্য করে ৷ এমনকী নির্যাতিতার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতায় । বিয়ের পরেও মেলেনি রেহাই ৷ চলে শারীরিক ও মানসিক অত্যাচার। নির্যাতিতার জমানো টাকা ও তার বাবার কাছ থেকেও ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় । অত্যাচারের জেরে বাড়ি ছাড়েন বক্সার ।

আরও পড়ুন:স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌনমিলনে বাধ্য করতেন স্বামী ! নির্যাতিতার অভিযোগে ধৃত অভিযুক্ত

ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । উভয়েই লেদার কমপ্লেক্স থানায় বাসিন্দা ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ ৷

Last Updated : Jan 8, 2023, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details