নামখানা, 23 জুন : যশের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সুন্দরবনের ভাঙন কবলিত মৌসুনি দ্বীপ ৷ পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক ৷ তাই ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা ৷ এই দ্বীপেরই এক বাসিন্দা বিলাসিনী দেবী ৷ যশ কেড়ে নিয়েছে তাঁর মাথার ছাদ ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে তাঁর প্রয়োজনীয় সবটুকু ৷ নিরুপায় হয়ে কোনওমতে ভেঙে পড়া বাড়িটাকে বেঁধেছেদে বারন্দার এক পাশে দিন কাটাচ্ছিলেন তিনি ৷ স্থানীয়দের কাছ থেকে বৃদ্ধার এই অসহাতার খবর পাওয়া মাত্রই অশতীপর বৃদ্ধাকে সাহায্য করতে ছুটে আসেন নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর ৷ এদিকে খোদ বিডিওর আচমকা আগমনে হতবাক বৃদ্ধা ৷ তাজ্জব স্থানীয়রাও ৷ কারণ বিডিও যে নিজে বৃদ্ধার বাড়ি মেরামতে হাত লাগিয়েছেন ৷
কোন ছোট্ট বয়সে বিয়ে করে স্বামীর হাত ধরে মৌসুনি দ্বীপে আসেন সে এখন তাঁর মনে নেই ৷ যশে তাই ভাঙাচোরা বাড়ি ছেড়ে নড়তে চাননি তিনি ৷ কীভাবে দিন কাটাবেন তা ভেবে কূল পাচ্ছিলেন না তিনি ৷ বৃদ্ধার এই অসহায় অবস্থার কথা শোনামাত্র কালবিলম্ব না করে ত্রাণ সামগ্রী ও ত্রিপল নিয়ে বৃদ্ধার বাড়ির দিকে রওনা দেন নামখানার বিডিও ৷ বাগডাঙা এলাকায় গিয়ে দেখেন বারান্দায় জরাজীর্ণ অবস্থায় বসে রয়েছেন বৃদ্ধা। প্রথমে তাঁর সঙ্গে খানিক গল্পগুজব করেন ৷ পরে তাঁর হাতে তুলে দেন বেশ কয়েকটি নতুন কাপড় ও খাদ্য সামগ্রী ৷ তারপর কর্মীদের সঙ্গে নিয়ে লেগে পড়েন বাড়ি মেরামতির কাজে ৷ বৃদ্ধা তখনও বুঝতে পারেননি বছর আঠাশের এই যুবকটি আসলে কে ৷ পরে স্থানীয়দের কাছে জানতে পারেন যুবকের আসল পরিচয় ৷ অন্যদিকে বিডিও সাহেবের দাঁডিয়ে থেকে ত্রিপল , বাঁশ দিয়ে বাড়ি মেরামতের কাজে হতভম্ব বাসিন্দারা ৷