পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুরপুকুরে পরিচারিকার রহস্যমৃত্যু, বাড়ির শৌচাগার থেকে উদ্ধার দেহ

Mysterious Death of Maid: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য বয়স আনুমানিক 33 বছর। 866 নম্বর ডায়মন্ড হারবার রোড গভর্নমেন্ট কলোনির ঘটনা বলে জানা গিয়েছে। যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই বাড়ির শৌচাগারের ভিতর থেকে এই দেহ উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 10:54 PM IST

Etv Bharat
Etv Bharat

বেহালা, 17 নভেম্বর: দু'দিন আগেই বাগুইআটি থেকে ড্রামের মধ্যে থেকে এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবার ঠাকুরপুকুর থেকে উদ্ধার হল পরিচারিকার মৃতদেহ। পরিচারিকার এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে রহস্য দানা বেঁধেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য । বয়স আনুমানিক 33 বছর। 866 নম্বর ডায়মন্ড হারবার রোড গভর্নমেন্ট কলোনির ঘটনা বলে জানা গিয়েছে। যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই বাড়ির শৌচাগারের ভিতর থেকে এই দেহ উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দেহ উদ্ধারের এই ঘটনায় সেই বাড়ির কর্তা গোপাল দাসকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে বাগুইআটির তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ ৷ ঘরের বাথরুমে একটি ড্রামের মধ্যে মৃতদেহটি রাখা ছিল ৷ দুর্গন্ধ আটকাতে ড্রামের উপরের অংশ সিমেন্ট দিয়েও বন্ধ করা ছিল বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছিল বিধাননগরের জগৎপুর বাজার এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বাড়িতে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেটির মালিক গোপাল মুখোপাধ্যায় ৷ তিনি এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে পরিচিত ৷ যে বাড়ি থেকে মৃতদেহ পাওয়া গিয়েছে, সেই বাড়িটি তিনি ভাড়ায় দিতেন ৷ ওই বাড়ির তিনতলার একটা ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় ৷

ABOUT THE AUTHOR

...view details