কাকদ্বীপ, 9 অগস্ট: প্রতিদিনের মতোই গত বুধবার 27 জুলাই ট্রলারে করে বাড়ি ফিরছিলেন । তারপর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ইয়াসিন । পরিবারের লোকজনেরা হারুড পয়েন্ট কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন । এরপর কেটে গিয়েছে 11 দিন । 11 দিন পর ইয়াসিনের সন্ধান পান পরিবারের লোকজনরা (Mysterious Death of Fisherman in Kakdwip)।
তাঁদের নজরে আসে একটি ফেসবুক পোস্ট ৷ যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ইয়াসিনের মৃতদেহের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয় ৷ তাতে লেখা মৃতদেহটি হাওড়া ডোমজুড়ের হাসপাতলে রয়েছে । কাকদ্বীপের মৎস্যজীবীর মৃতদেহ কীভাবে হাওড়ার ডোমজুড়ে পাওয়া যায় তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। পরিবার সূত্রে দাবি, ইয়াসিনকে খুন করা হয়েছে।