সোনারপুর, 8 নভেম্বর : বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন ৷ নিউ নর্মাল পরিস্থিতিতে ট্রেন চালুর আগে একাধিক পদক্ষেপ করা হল সোনারপুর স্টেশনে ৷
সোনারপুর স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম ৷ প্রতিটি প্ল্যাটফর্মে এন্ট্রি ও এগজ়িট পয়েন্ট আলাদা করা হয়েছে । রেল ফুট ওভারব্রিজের ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হয়েছে । ফুটব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে 2, 3, বা 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া গেলেও আসা যাবে না । আসতে হবে প্ল্যাটপর্ম দিয়েই । প্ল্যাটফর্ম জুড়ে নির্দিষ্ট দূরত্ব অন্তর গোল দাগ কাটা হয়েছে । প্রতিটি স্টেশনেই নজরদারি চালানোর জন্য থাকছে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা ।
লোকাল ট্রেন চালুর আগে একাধিক পদক্ষেপ সোনারপুর স্টেশনে কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রায় সাত মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন ৷ কিন্তু এবার ধীরে ধীরে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ প্রথমে অল্প সংখ্যক ট্রেন চালানো হবে ৷ ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে ৷ কলকাতা ও সংলগ্ন জেলার লাইফ লাইন এই লোকাল ট্রেন ৷ তাই এতদিন পর ট্রেন চালু হলে ভিড় নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রেলের কাছে ৷
যাত্রীরা বলেন, লোকাল ট্রেন চালু হলে সুবিধা হবে ৷ কারণ অনেক সময় প্রয়োজনে বাস বা অটো মিলছে না ৷ পর্যাপ্ত সংখ্যক লোকাল ট্রেন চালানোর পাশাপাশি যাত্রীদের সুরক্ষার দিকেও লক্ষ্য দেওয়াটা আবশ্যিক বলে মনে করছেন নিত্যযাত্রীদের অনেকে ৷