পশ্চিমবঙ্গ

west bengal

ডায়মন্ড হারবারের পর পাথরপ্রতিমা, ঘূর্ণিঝড় যশ কবলিত এলাকা পরিদর্শনে আসছেন অভিষেক

By

Published : Jun 2, 2021, 6:52 AM IST

ঘূর্ণিঝড় যশের পরেরদিনই ডায়মন্ড হারবারের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন সাংসদ ৷ পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গেও কথা বলেন তিনি । ডায়মন্ড হারবারের পর এবার পাথরপ্রতিমার ঘূর্ণিঝড় যশ কবলিত মানুষদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

অভিষেক
অভিষেক

পাথরপ্রতিমা, 2 জুন : আজ সুন্দরবনের পাথরপ্রতিমা বিধানসভার ঘূর্ণিঝড় যশ কবলিত এলাকা পরিদর্শনে আসছেন ডায়মন্ড হারবারের সংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুর নাগাদ পাথরপ্রতিমা দক্ষিণ মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভগবত চন্দ্র হাই স্কুল মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি ৷

সেখান থেকে লঞ্চে করে পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন ভাঙন কবলিত নদীবাঁধ গুলি পরিদর্শন করবেন অভিষেক । সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালনগর, বনশ্যাম নগর, গোবিন্দ পুর অবাদ, রমগঙ্গা, কুয়েমুরি সহ একাধিক অঞ্চল ৷ কোথাও নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোটা গ্রাম । নদীপথে ভাঙন কবলিত গ্রামগুলি পরিদর্শন করবেন অভিষেক ।

ঘূর্ণিঝড় যশের পরের দিনই ডায়মন্ড হারবারের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন সাংসদ ৷ পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গেও কথা বলেন তিনি । ডায়মন্ড হারবারের পর এবার পাথরপ্রতিমার ঘূর্ণিঝড় যশ কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করবেন তিনি ।

আরও পড়ুন :মমতাময় এক দশকে নরমে গরমে কেন্দ্রীয় ক্যাডাররা

সম্প্রতি গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে সকল জায়গায় অস্থায়ী কাঁচামাটির নদী বাঁধ রয়েছে, সেগুলি স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করবে রাজ্য সরকার । ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details