পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা - কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ

Mousumi and Tumpa Koyal in Joynagar Village: এসএফআইয়ের পর দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছলেন কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা কয়াল ৷ রাজনীতি করতে আসেননি ৷ আবার এই গ্রামে আসবেন বলে জানান তাঁরা ৷

Mousumi and Tumpa Koyal in Joynagar Village
দলুয়াখাকি গ্রামে কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:05 PM IST

দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা

জয়নগর, 22 নভেম্বর:কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আগেই দলুয়াখাকি গ্রামে গিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধি দল ৷ এবার ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছল কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল । গ্রামে ঢুকে ঘরপোড়া মানুষদের অসহায় অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মৌসুমী । এরপর অসহায় মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন তাঁরা । তবে গ্রামে ঢোকার আগে বুধবার পুলিশি বাধার মুখে পড়তে হয় কামদুনির প্রতিবাদী এই দুই মুখকে । বেশ কিছুক্ষণ বারুইপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ এরপর শর্ত সাপেক্ষে গ্রামে ত্রাণ নিয়ে ঢোকার অনুমতি মেলে মৌসুমী ও টুম্পাদের ।

মৌসুমী কয়াল গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর জানান, "পুরোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যৎসামান্য ত্রাণ নিয়ে এসেছি ৷ আমরা সাধারণ মানুষ ৷ আমরা কোনও রাজনীতি করতে এই গ্রামে আসেনি । আমরা আবারও আসব । অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াব । এটা কোনও ছোট ঘটনা নয়, এইটা অনেক বড় ঘটনা । একটা খুনকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের বসে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে । শীতের সময় গ্রামের মহিলা ও শিশুরা অসহায় অবস্থায় রয়েছে ।"

প্রসঙ্গত, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম । এরপর দলুয়াখাকি গ্রামের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগ ও অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কের পর জনশূন্য হয়ে পড়ে সম্পূর্ণ গ্রাম । গ্রামের মহিলারা আশ্রয় নেয় দক্ষিণ 24 পরগনা জয়নগরের দক্ষিণ বারাসাতের সিপিএমের দলীয় কার্যালয় । সিপিএমের দলীয় কার্যালয় দু'দিন থাকার পর পুলিশের সাহায্যে গ্রামে ফেরে মহিলারা । তবে গ্রামে ফিরেও আগুনের গ্রাসে বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলি ।

এই ঘটনার পর অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ওই গ্রামে পৌঁছলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের । এরপর অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার থেকে গ্রামে ত্রাণ সামগ্রিক নিয়ে পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা । বুধবার বিকেলে ঘরপোড়া মানুষদের পাশে দাঁড়াতে ওই ত্রাণ সামগ্রিক নিয়ে গ্রামে পৌঁছল কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল ।

আরও পড়ুন:

  1. হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা
  2. হাইকোর্টের নির্দেশে জয়নগরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস
  3. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details