সাগর, 12 জুলাই : ভুল বোঝাবুঝি থেকে তাঁরা বিজেপিতে গিয়েছিলেন ৷ এখন আবার ফিরে এলেন ৷ মুড়িগঙ্গা-2 গ্রাম পঞ্চায়েতে রবিবার রাতে শতাধিক অধুনা বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ৷ দলবদলের কারণ হিসাবে দলের অবজ্ঞাকেই দায়ী করেছেন তাঁরা ৷ অভিযোগ, ভোটের পর তো বটেই, যশের পরও পাশে পাওয়া যায়নি গেরুয়া শিবিরের নেতাদের ৷ তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
দক্ষিণ 24 পরগনায় বিজেপিতে ভাঙন ৷ গতকাল রাতে মুড়িগঙ্গা-2 গ্রাম পঞ্চায়েতের শতাধিক অধুনা বিজেপি কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ তৃণমূলে যোগদানকারীদের দাবি, গত বিধানসভা ভোটের সময় বিজেপি ভোটে জেতার জন্য সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে কিন্তু বিজেপি সেসব প্রতিশ্রুতির কোনওটাই পূরণ করেনি ৷ ভোটের ফল বেরনোর পরও দলের তরফ থেকে কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ রাখা হয়নি ৷ ঘূর্ণিঝড় যশের পর ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ তখনও তাঁদের পাশে দাঁড়ায়নি বিজেপি ৷ কিন্তু অসহায় সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাই তাঁরা এদিন বেছে নিলেন সেই দলকেই যে দল বিপদের সময় তাঁদের পাশে ছিল ৷ কর্মীরা বলেন, "বিপদের বন্ধু তৃণমূল কংগ্রেস আর মিথ্যা প্রতিশ্রুতির বন্ধু বিজেপি ৷"