ঢোলাহাট, 17 জানুয়ারি : দরকারি কিছু জিনিস দেওয়ার নাম করে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ কাকদ্বীপে । ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তিন যুবক ।
পুলিশ জানিয়েছে, ধৃত বোরহান মোল্লা (28) রায়পুরের বাসিন্দা, অরবিন্দ ঘরামি (30) দয়রামপুরের বাসিন্দা ও কুতুবউদ্দিন নাইয়া (25) মাদারপাড়ার বাসিন্দা । আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উস্তি থানার শিরাকোলের বাসিন্দা ব্যবসায়ী আবদুল কাউস মোল্লার পূর্বপরিচিত ধৃত বোরহান মোল্লা । ভাঙাচোরা জিনিসের ব্যবসা করেন আবদুল কাউস মোল্লা । জিনিসপত্র কেনার জন্য ওই ব্যবসায়ীর সঙ্গে ধৃতদের 2 লাখ টাকার রফা হয়। ব্যবসায়ী তাদের জিনিসপত্র দেখে আগাম দেড় লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন । কথামতো, ওই ব্যবসায়ী গাড়ি নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছালে বোরহান ও তার সহযোগীরা তাঁকে সাতপুকুরের এক নির্জন এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ । এরপর তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে নগদ এক লাখ বাষট্টি হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী । ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ।
আরও পড়ুন : গঙ্গাসাগরের নাম করে মহারাষ্ট্রের 4 পুণ্যার্থী অপহরণ, গ্রেপ্তার 6