পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকুলতলায় BJP নেতার গাড়ি আটক, উত্তরীয় থেকে উদ্ধার 24 লাখ - BJP women cell

বারুইপুরের বকুলতলায় এক BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ 24 লাখ টাকা, 10 লাখ টাকার চেক এবং BJP-র স্ট্যাম্প । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনাস্থানের ছবি

By

Published : May 17, 2019, 9:55 AM IST

Updated : May 17, 2019, 10:14 AM IST

বকুলতলা, 17 মে : বারুইপুরের বকুলতলায় এক BJP নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ 24 লাখ টাকা, 10 লাখ টাকার চেক এবং BJP-র স্ট্যাম্প । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বকুলতলা থানার বুড়োরঘাট এলাকা থেকে গাড়িটিকে আটক করে পুলিশ । স্থানীয় BJP নেতা মিন্টু হালদারের গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয় । জানা গেছে, তিনি বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক । ওই গাড়িতে BJP মহিলা মোর্চার সদস্যরাও ছিলেন । গাড়ির চালকসহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ । তাদের নাম নমিতা সরদার, সরস্বতী হালদার, মিন্টু হালদার, কৌশিক মণ্ডল, সুশীল নস্কর । এরমধ্যে সুশীল গাড়ির চালক ।

জয়নগর ও বকুলতলা থানার পুলিশ জানতে পারে, নির্বাচনের জন্য প্রচুর টাকা রাতের অন্ধকারে পাঠানো হচ্ছে । BJP-র জেলা কার্যালয় থেকে ওইসব টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে বলেও খবর ছিল । সেইমতো পুলিশ বারুইপুর থেকে কুলতলি যাওয়ার সমস্ত রাস্তায় নাকা চেকিং শুরু করে । সন্দেহ হওয়ায় একটি গাড়িকে আটক করে । গাড়িটি বারুইপুর BJP-র জেলা কার্যালয় থেকে কুলতলির দিকে যাচ্ছিল । শুরু হয় তল্লাশি । দুই মহিলা কর্মীর শায়ার (পেটিকোট) ভিতরে লোকানো ছিল BJP-র উত্তরীয় । সেখান থেকে নগদ 24 লাখ 12 হাজার টাকা উদ্ধার হয় । BJP নেতা মিন্টু হালদারের কাছ থেকে উদ্ধার হয় ১০ লাখ ৫৪ হাজার টাকার অ্যাকাউন্ট পেয়ি একটি চেক । চেকে জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কাণ্ডারীর সই ছিল ।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো
বিষয়টি নির্বাচন কমিশনে জানায় পুলিশ । নির্বাচনের আগে একসাথে এত টাকা নিয়ে ঘোরাঘুরির উপর কমিশনের বিধি নিষেধ রয়েছে । সেকারণে তাঁদের আটক করে পুলিশ । এই টাকা কার, কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে । তবে, অভিযুক্তরা জানিয়েছেন, নির্বাচনের খরচের জন্য এই টাকা তাঁরা BJP-র জেলা কার্যালয় থেকে নিয়ে যাচ্ছিলেন ।

যদিও BJP-র দক্ষিণ 24 পরগনা জেলা পূর্ব-র BJP সভাপতি সুনিপ দাসের দাবি, "ওই BJP নেতার নিজস্ব ব্যবসা আছে । উনি ব্যবসার টাকাই নিয়ে যাচ্ছিলেন । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ।"

Last Updated : May 17, 2019, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details