গঙ্গাসাগর, 28 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত জ্ঞানদাস ৷ মঙ্গলবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী (Mamata at Gangasagar) ৷ পুজো দেন কপিলমুনি আশ্রমে ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন ৷
সেখানেই মোহন্ত জ্ঞানদাস বলেন,"সততা কখনও হারে না ৷ সততার জয় সবসময় ৷ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মঙ্গল করছেন তেমনই উনি প্রধানমন্ত্রী হলে দেশের অনেক মঙ্গল হবে ৷ আগে এই এলাকা থেকে কাউকে মন্ত্রী করা হয়নি ৷ উনি এখানকার বঙ্কিম চন্দ্র হাজরাকে মন্ত্রী করেছেন ৷"
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত প্রসঙ্গত, প্রতি বছরই গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি বৈঠক করে পুণ্যার্থীদের সুবিধার্থে নিরাপত্তা থেকে শুরু করে সমস্তরকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এবছরও বৈঠক করে তিনি জানান, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে । হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে । থাকবে 70টি বাড়তি ট্রেন । শুধু ট্রেন নয়, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট 2250টি বাস চলাচল করবে মেলার সময় ।
এছাড়াও করোনা পরীক্ষার জন্য মেলায় 13টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে । ময়দানে বাসে ওঠার আগে তীর্থযাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানো হবে । মেলা এলাকায় থাকছে 600 শয্যার একটি কোভিড হাসপাতাল । থাকছে 5টি আইসোলেশন সেন্টার । সকলকে মাস্ক পরতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা । মানতে হবে শারীরিক দূরত্ববিধিও ।
আরও পড়ুন :Mamata at Gangasagar Mela Meeting : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক