পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের অনুরোধ লাভলীর

করোনাবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সোনারপুরবাসীকে ঈদ পালনের আহ্বান জানালেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র ৷

লাভলী মৈত্র
লাভলী মৈত্র

By

Published : May 12, 2021, 12:24 PM IST

Updated : May 12, 2021, 12:40 PM IST

সোনারপুর, 12 মে :কোভিড পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে ঈদপালনে উদ্যোগী হলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র ৷ এই অবস্থায় যাতে নামাজ পড়ার সময় জমায়েত না হয় সেজন্য ইমামদের কাছে আবেদন জানিয়েছেন তিনি ৷ সোনারপুর বিডিও অফিসে এই বিধানসভা এলাকার ইমামদের নিয়ে বুধবার সকালবেলায় একটি বৈঠক করেন তিনি ৷

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী, সোনারপুর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সৌরভ ধল্ল ও রাজপুর সোনারপুর পুরসভার পুর প্রতিনিধিরা ৷ বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সবাইকেই সচেতন থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷

বৈঠকে লাভলী বলেন, "পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই কেউ না কেউ করোনায় আক্রান্ত ৷ আমাদের সকলেরই ইচ্ছা করে উৎসবে আনন্দ করতে ৷ তবে এই পরিস্থিতিতে যতটা সম্ভব করোনাবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালন করুন ৷ আমরা কেউই চাই না এই আনন্দের অনুষ্ঠান পালনের পরে কোনও দুঃখের খবর আমাদের কারুর ঘরেই আসুক ৷ আমাদের এখন প্রধান লক্ষ্য নিজে সুস্থ থাকা এবং চারপাশের মানুষজনকে সুস্থ রাখা ৷"

সোনারপুর বিডিও অফিসে ইমামদের নিয়ে বৈঠক করলেন লাভলী মৈত্র

সেফ হোম তৈরি নিয়েও অনেক বাঁধা আসছে জানান লাভলী ৷ তিনি বলেও বহু এলাকাবাসী চাইছেন না তাদের এলাকাতে সেফোহোম তৈরি হোক ৷ তিনি এদিন বৈঠকে জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলনে, এলাকাবাসীকে বোঝাতে ৷ সেফহোম তৈরী হয়ে বিপদে পড়লে এটাই তাদের কাজে আসবে ৷ অন্য তিনি এও জানান, সব রকম স্বাস্থ্যবিধি মেনেই তৈরি হবে সেফ হোম ৷ ফলে এলাকাবাসীদের কোনও সমস্যায় পড়তে হবে না ৷

আরও পড়ুন:কন্ট্রোল রুম খুললেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল

Last Updated : May 12, 2021, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details