পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: গণনাকেন্দ্রের মধ্যে বিরোধীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক লাভলি - MLA Lovely Maitra

গণনাকেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বিধায়ক লাভলি মৈত্রের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে দাবি বিজেপির ৷ ঘটনাটি সোনারপুরের ৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিএম ও বিজেপি ৷

Bengal Panchayat poll Results
বিজেপিকে মারধর

By

Published : Jul 12, 2023, 6:12 PM IST

গণনাকেন্দ্রের মধ্যে বিরোধীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সোনারপুর, 12 জুলাই: সোনারপুরে পঞ্চায়েতের ভোটগণনা চলাকালীন গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল ৷ অভিযোগের তির সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর দিকে ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা ৷

শুধু তাই নয়, বিরোধী প্রার্থীদেরকে গণনাকেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ উঠেছে ৷ এমনকী বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ৷ বিধায়ক হয়েও কেন গণনাকেন্দ্রের মধ্যে ঢুকেছেন লাভলি মৈত্র, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ তবে বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন এই তৃণমূল বিধায়ক ৷ লাভলি মৈত্র জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনাকেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ বর্তমানে তিনি লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান এই বিধায়ক ৷

আক্রান্ত বিজেপি প্রার্থী বাসুদেব নস্কর বলেন, "আমরা বেশ কয়েকটি আসনে এগিয়ে ছিলাম ৷ শাসকদলের তাবড় তাবড় নেতারা হারছিলেন, সেসময় গণনা কেন্দ্রের ভিতরে ঢুকে তৃণমূলের গুন্ডারা হামলা চালায় ৷ বাম ও বিজেপি প্রার্থীদের মারধর করা হয় ৷ লাভলি মৈত্রের নেতৃত্বে এই হামলা চালানো হয় ৷ আমাদের কাউন্টিং এজেন্টকে মারধর করে ঘর থেকে বের করে দেয় ৷ আমাকেও মারধর করেছে ৷ ঘটনায় আমি ও আরও কয়েকজন আহত হয়েছি ৷ এমনকী আমাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট আটকে রেখেছে ৷" একই অভিযোগ করতে শোনা গিয়েছে দক্ষিণ 24 পরগনার পূর্ব সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উত্তম করকেও ৷ তিনি অভিযোগ করেন, জয়ী বিজেপি প্রার্থীরা সার্টিফিকেট পাননি ৷

আরও পড়ুন:গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি

বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে লাভলি মৈত্র বলেন, "বিরোধীরা সকাল থেকেই এরকম অভিযোগ করছে ৷ কারণ ওরা জানে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ গণতান্ত্রিকভাবে ওরা কখনই জিততে পারবে না ৷ মানুষ আরও একবার পঞ্চায়েত ভোটে ওদের প্রত্যাখান করেছে ৷ আর আমি ভোটকেন্দ্রের ভিতরে ছিলাম না ৷ যেটুকু সময় ছিলাম তাও পঞ্চায়েত সমিতির এজেন্ট হিসাবে ৷" উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোটে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details