সোনারপুর, 19 মে : রাজপুর-সোনারপুর পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতাল ঘুরে দেখলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ৷ পৌরসভার পক্ষ থেকে এই হাসপাতালকেই টিকাকরণ কেন্দ্র করা হয়েছে ৷
ইতিমধ্যেই স্থানীয় হকারদের টিকাকরণ শুরু করেছে রাজপুর-সোনারপুর পৌরসভা ৷ সেই কাজও মঙ্গলবার খতিয়ে দেখলেন অভিনেত্রী-বিধায়ক লাভলী ৷ এদিন বিধায়কের সঙ্গে রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্য়ানও হাসপাতাল পরিদর্শন করেন ৷
সোনারপুরের মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লাভলী আরও পড়ুন :কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা
এদিন হাসপাতাল পরিদর্শনে এসে লাভলী বলেন, "কোভিডের জন্য এখন এই মাতৃসদন হাসপাতালে অন্যান্য চিকিৎসা পরিষেবা বন্ধ আছে ৷ হকারদের টিকাকরণের কাজ শুরু হয়েছে এখানে ৷ আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব এবং এই হাসপাতালটি আবার সুন্দরভাবে চালু করতে পারব ৷"