সোনারপুর, 20 মে : করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল গোটা দেশ ৷ একই অবস্থা রাজ্যেও ৷ প্রতিদিনই প্রায় হাজার হাজার লোক নতুন করে সংক্রমিত হচ্ছেন ৷ তবে এই পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়ালেন বিধায়ক ফিরদৌসি বেগম ৷
রাজ্য জুড়ে করোনার বাড়বাড়ন্তের সময়ে সোনারপুর উত্তরে মানুষের পাশে বিধায়ক ফিরদৌসি বেগম । তাঁর উদ্যোগে চালু হল আশ্বাস প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে তিন-তিনটি পরিষেবা পাবেন এলাকার মানুষ । কামালগাজি নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে চালু করা হয়েছে অক্সিজেন পার্লার । এখানে এসে যে কেউ অক্সিজেন পাবেন । এছাড়া কারও বাড়িতে অক্সিজেনের প্রয়োজন পড়লে দুয়ারে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন তাঁরা ।