সোনারপুর, ২১ মে : বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন তারা। কোভিড পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের মধ্যে তারা কার্যত রাস্তায় রাত কাটাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের । তিনিই উদ্যোগ নিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেন।
নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর সঙ্গে এই নিয়ে আলোচনা করে কয়েকশো বিজেপি কর্মীকে ঘরে ফেরানো হয়। উপস্থিত ছিল নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীও। এদের অনেকেই আগে তৃণমূল করতেন কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে তারা সকলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তারা বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন বলে জানান বিজেপি কর্মীরা। বিধায়ক এই উদ্যোগ নেওয়ায় খুশি তারা। বাকি যারা এখনও বাড়ির বাইরে আছেন তাদেরও ফেরানো হবে বলে জানিয়েছেন বিধায়ক।