বঙ্গ সফরে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাসন্তী, 18 জানুয়ারি: লোকসভা নয়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতলে কোন বাবা-কাকা ছাড়াই আবাস যোজনার বাড়ি পাবে উপভোক্তারা ৷ বঙ্গ সফরে এসে রাজ্যবাসীকে এমনটাই আশ্বাস দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (BJP Leader Mithun Chakraborty) ৷ তিনি বলেন, "তৃণমূলের কোনও প্রকল্পের সুবিধা পেতে হলে নেতাদের আত্মীয় হতে হয় ৷ কিন্তু বিজেপিতে তা হবে না ৷ শুধু আমাদের উপর বিশ্বাস রাখুন ৷ পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতান ৷ "
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে মহাগুরু:পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে জমিয়ে ব্যাট করতে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । আর অন্যান্য বারের মতো এই বারেও তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বুধবার বাসন্তীর ভারত সেবা আশ্রম সংঘ থেকে সোনাখালী বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের (BJP Rally) আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকরা ।
বিজেপির প্রতিবাদ মিছিলে প্রধান মুখ মিঠুন: এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ । তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে । বিভিন্ন জায়গায় মিঠুনের উপরে পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।
সিএ নিয়ে মানুষকে আশ্বাস দিলেন মিঠুন চক্রবর্তী: এদিন তিনি বলেন, "আমি রাজনীতি করি না । মানুষের নীতি করি । আমি নেতা নই। আমি ক্যাডার ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দল আমাকে যেরকম নির্দেশ দেবে ৷ আমি সেই কর্মসূচিতেই সামিল হব।" বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন তৃণমূলের সরকারের পরিবারতন্ত্র নিয়ে তোপ দাগেন । এছাড়াও সিএএ নিয়ে মানুষকে আশ্বাস দিয়ে তিনি বলেন, "যদি আপনাদের কাছে ভারতীয় নাগরিকত্বের পরিচয় থাকে । তাহলে আপনাকে এই ভারত থেকে কেউ তাড়াতে পারবে না ।"
আরও পড়ুন:'আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না', কুণালকে 'এলি তেলি গঙ্গারাম' বলে কটাক্ষ মিঠুনের