সাগর, 23 ডিসেম্বর: দেখা মেলে না সাংসদের । এমনই অভিযোগ করে সাগরের ব্লক বিজেপি যুব মোর্চার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাগরের বিভিন্ন জায়গায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার (Choudhury Mohan Jatua) নামে পোস্টার দেওয়া হয় । এই নিয়ে সরগরম হয়ে উঠেছে সাগরের রাজনীতি (Missing Poster in Name of Choudhury Mohan Jatua) ।
শুক্রবার সকালে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগর, বাগবাজার, কালীবাজার, রুদ্রনগর জুলফির মোড়, হরিণবাড়ি-সহ একাধিক জায়গায় সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার নামে নিখোঁজের পোস্টার দেখতে পান স্থানীয়রা । সেই পোস্টারে উল্লেখিত রয়েছে 2019 সালের লোকসভা ভোটের পর থেকে তিনি নিখোঁজ ৷ সঠিক সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ৷
বিজেপির অভিযোগ, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে আর এলাকায় দেখা যায় না । মানুষ সাংসদকে কবে দেখেছেন মানুষই ভুলে গিয়েছেন । তিনবারের সাংসদ সাগরদ্বীপের মানুষের কথা চিন্তা করেন না । কোনওদিন ওঁকে সাগরদ্বীপের সমস্যা নিয়ে লোকসভাতে বক্তব্য পেশ করতেও দেখা যায়নি । এখন দেওয়ালে পোস্টার লাগানো হচ্ছে ৷ এরপর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করা হবে ৷