ক্যানিং, 19 অগস্ট :এক মহিলাকে কটূক্তি করেছিল কয়েকজন যুবক । সেই কটূক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন অন্য আরেক যুবক । প্রতিবাদ করার মাশুল দিতে হল ওই যুবককে । তাঁকে বেধড়ক মারধর করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে ।
আরও পড়ুন :Drug Peddler Arrested : 6 লিটার তরল মাদক সহ গ্রেফতার মাদক কারবারি
ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ-1 গ্রাম পঞ্চায়েতের উত্তর পাতিখালি গ্রামে । গুরুতর জখম অবস্থায় প্রথমে ওই যুবককে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । পরে অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে স্থানীয় একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জনা কয়েক যুবক । সেই সময় এক মহিলা দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়িতে ফিরছিলেন । তখনই আচমকা ওই যুবকরা মহিলাকে উদ্দেশ্য করে নানা ধরনের কটূ মন্তব্য করে । এই ঘটনার প্রতিবাদ করেন মোশারফ সরদার নামে স্থানীয় এক যুবক ।
আরও পড়ুন :TMC-ISF Clash : পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়
অভিযোগ, এরপর ওই অভিযুক্ত যুবকরা প্রতিবাদী মোশারফকে বেধড়ক মারধর করে ৷ তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোশারফ । সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্তরা । এই নিয়ে জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ । যদিও পুলিশ অভিযুক্তদের এখনও পর্যন্ত ধরতে পারেনি ৷