বারুইপুর, 29 মার্চ: রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন (Miscreants Arrest At Jaynagar)। আর তাই সারা রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে নেমে পড়েছে পুলিশ।
দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকেও শুরু হয়েছে বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ ৷ কাশীপুর, ভাঙ্গড়, কুলতলি, বাসন্তী, ঘুটিয়ারি শরিফ এবং বারুইপুরের পর এবার বকুলতলা থেকে উদ্ধার হল বেআইনি অস্ত্র। এবার দক্ষিণ 24 পরগনার বকুলতলা থেকে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: বাসন্তীতে বোমা বিস্ফোরণে ভস্মীভূত বাড়ি, আতঙ্কে গ্রামবাসী
গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ওসি অভিজিৎ পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম জয়নগর-2 নং ব্লকের বকুলতলা থানার বকুলতলা মোল্লাপাড়া থেকে এবাজুদ্দিন মোল্লাকে (54) গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি আধুনিক বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ। আর এই থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।