কুলতলি, 17 ফেব্রুয়ারি: দিদির বাড়িতে মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা (Minor Girl Gang-raped)। সারারাত ধরে লাগাতার 16 বছরের ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলিতে ৷
জানা গিয়েছে, রাতে মেলা দেখে বাড়ি ফেরার পথে নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় দু জন ৷ তাদের মধ্যে একজন 15 বছরের নাবালক বলে জানা গিয়েছে ৷ অপর অভিযুক্তের নাম আবদুল মোল্লা ৷ নির্যাতিতার অভিযোগ, পরপর তাকে 6 বার ধর্ষণ করে অভিযুক্তরা । প্রথমে বাড়িতে ধর্ষণ করার পর বাড়ির পাশের মাঠে নিয়ে গিয়ে সেখানে পাঁচবার কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।
নির্যাতিতার আরও অভিযোগ, তাকে মুখ চেপে ধরে মেলার থেকে অনেকটা দূরে একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানে চিৎকার করলে পাশের বাড়ির এক মহিলা বের হয়ে আসেন ৷ কিন্তু অভিযুক্তরা জানায়, বাড়িতে খেতে এসেছে তারা ৷ এরপর ওই মহিলা চলে গেলে সেখান থেকে তাকে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা । সেখানে পর পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ চিৎকার করলেও কেউ তা শুনতে পাননি ৷ কারণ মেলায় তখন তারস্বরে মাইক চলছিল ।