পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Gang-raped: কুলতলিতে মেলা থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! গ্রেফতার এক নাবালক-সহ 2 - South 24 Parganas Rape Case

কুলতলিতে মেলা থেকে ফেরার পথে 16 বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল (Minor Girl Gang-raped)৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নাবালক-সহ 2 জনকে ৷

Minor Girl Gang-raped ETV Bharat
কিশোরীকে ধর্ষণ

By

Published : Feb 17, 2023, 5:01 PM IST

কুলতলি, 17 ফেব্রুয়ারি: দিদির বাড়িতে মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা (Minor Girl Gang-raped)। সারারাত ধরে লাগাতার 16 বছরের ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলিতে ৷

জানা গিয়েছে, রাতে মেলা দেখে বাড়ি ফেরার পথে নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় দু জন ৷ তাদের মধ্যে একজন 15 বছরের নাবালক বলে জানা গিয়েছে ৷ অপর অভিযুক্তের নাম আবদুল মোল্লা ৷ নির্যাতিতার অভিযোগ, পরপর তাকে 6 বার ধর্ষণ করে অভিযুক্তরা । প্রথমে বাড়িতে ধর্ষণ করার পর বাড়ির পাশের মাঠে নিয়ে গিয়ে সেখানে পাঁচবার কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

নির্যাতিতার আরও অভিযোগ, তাকে মুখ চেপে ধরে মেলার থেকে অনেকটা দূরে একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানে চিৎকার করলে পাশের বাড়ির এক মহিলা বের হয়ে আসেন ৷ কিন্তু অভিযুক্তরা জানায়, বাড়িতে খেতে এসেছে তারা ৷ এরপর ওই মহিলা চলে গেলে সেখান থেকে তাকে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা । সেখানে পর পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ চিৎকার করলেও কেউ তা শুনতে পাননি ৷ কারণ মেলায় তখন তারস্বরে মাইক চলছিল ।

আরও পড়ুন:66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তারকেশ্বরে অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে

বেশ কয়েক ঘন্টা ধরে নির্যাতনের পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে তুলে রাস্তার ধারে ফেলে দিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত। মেলা থেকে ফেরা মানুষজন রাস্তার ধারে ওই নাবালিকাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন । খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে ৷ রাতেই নির্যাতিতাকে ভর্তি করা হয় হাসপাতালে । চিকিৎসায় একটু সুস্থ হলে মাকে সব ঘটনা জানায় ওই কিশোরী ৷ পরে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ।

তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ । নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে । পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলার কথা । ধৃত দুজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details