জীবনতলা, 5 মে : প্রায়ই প্রতিবেশী যুবকরা এসে উত্ত্যক্ত করত মেয়েকে । আর সেই অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক নাবালিকা (Jibantala Minor Girl Suicide) । মৃতার নাম সুস্মিতা হালদার ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায় ৷
জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে প্রতিবেশী এক যুবকের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । আর তা নিয়েই প্রায়ই প্রতিবেশী অন্যান্য যুবকরা এসে হুমকি দিতে ওই মেয়েটিকে । সঙ্গে হুমকি দেওয়া হত প্রতিবেশী ওই যুবককেও । এরপর মঙ্গলবার বাড়িতে এসে কয়েকজন নাবালিকা মেয়েকে মুখে অ্য়াসিড ছোড়ার হুমকি দেয় । শুধু তাই নয়, হুমকিও দেওয়া হয় পরিবারের অন্যান্য সদস্যদের ৷ অভিযোগ, লাগাতার প্রতিবেশী যুবকদের কটুক্তি সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্য়া করে ওই ছাত্রী । ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷