পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা বিধি পালন করা হচ্ছে কিনা খতিয়ে দেখলেন মন্ত্রী

আজ থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলছে ৷ প্রথমে কিছু বিধিনিষেধ আরোপ করলেও তাতে করোনা মোকাবিলায় সম্ভব নয় বুঝতে পেরেই রাজ্যের তরফে কার্যত লকডাউনের কথা ঘোষণা করা হয় ৷ তবে রাজ্য সরকার এটাকে লকডাউন বলতে রাজি নয় ৷ পরিবর্তে বিধিনিষেধের কড়াকড়ি বলছে সরকার ৷

করোনা বিধি কীভাবে পালন করা হচ্ছে ? খতিয়ে দেখলেন মন্ত্রী
করোনা বিধি কীভাবে পালন করা হচ্ছে ? খতিয়ে দেখলেন মন্ত্রী

By

Published : May 16, 2021, 7:14 PM IST

ডায়মন্ড হারবার, 16 মে : জেলা পুলিশের অন্তর্গত 117 নম্বর জাতীয় সড়কে আংশিক লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ৷ তাঁর সঙ্গে ছিলেন বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরাও ৷
আজ থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলছে ৷ প্রথমে কিছু বিধিনিষেধ আরোপ করলেও তাতে করোনা মোকাবিলায় সম্ভব নয় বুঝতে পেরেই রাজ্যের তরফে কার্যত লকডাউনের কথা ঘোষণা করা হয় ৷ তবে রাজ্য সরকার এটাকে লকডাউন বলতে রাজি নয় ৷ পরিবর্তে বিধিনিষেধের কড়াকড়ি বলছে সরকার ৷

করোনা বিধি কীভাবে পালন করা হচ্ছে ? খতিয়ে দেখলেন মন্ত্রী

আরও পড়ুন : টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট

শুধু জরুরি পরিষেবায় ছাড় দিয়ে বাকি সবকিছুই বন্ধ আছে রাজ্যে ৷ দোকানপাট খোলা আছে সকাল 10 টা পর্যন্ত ৷ তবে ওষুধ ও চশমার দোকান সারাদিনই খোলা থাকছে ৷ এছাড়া মিষ্টির দোকান খোলা থাকছে বিকাল 5টা পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details