পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি ফিরতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছে প্রায় 100 জন মতন পরিযায়ী শ্রমিক - Agitation of migrant workers

যশ আসছে, তাই আগে ভাগে রাতেই কাকদ্বীপ জেটিঘাটে এসে পৌঁছেছিলেন ভিন রাজ্যের শ্রমিকেরা ৷ এখান থেকে সরকারি ভেসেলে গঙ্গাসাগরে বাড়ি ফিরবেন, এমনটাই ভেবেছিলেন ৷ কিন্তু রাত থেকে এখনও মেলেনি কোনও ভেসেল ৷ অপেক্ষায় থেকে থেকে এবার বিক্ষোভে দেখাচ্ছেন অপেক্ষায় থাকা শ্রমিকেরা ৷

বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা
বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা

By

Published : May 25, 2021, 5:24 PM IST

দক্ষিণ 24 পরগনা, 25 মে : বাড়ি ফিরতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রায় 100 জন পরিযায়ী শ্রমিক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ জেটিঘাটে ।

বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রমিকেরা যশ আসার আগেই গঙ্গাসাগরে ফিরছিলেন । গতরাতে তাঁরা গঙ্গাসাগর যাওয়ার একমাত্র রাস্তা কাকদ্বীপে লট 8 ঘাটে আসেন । সেখানে রাতে কোনও নৌ-পরিষেবা না পেয়ে ঘাটেই রাত কাটিয়েছেন তাঁরা । প্রশাসনের পক্ষ থেকে সকালে পরিবহণের আশ্বাস দিলেও কার্যত আবহাওয়ার জন্যই তা সম্ভব হয়নি । দুপুর পেরিয়ে গেলেও এখনও সেই 100 জন শ্রমিক খোলা আকাশের নিচে অপেক্ষায় রয়েছেন ।

আরও পড়ুন : সুন্দরবনে যশ মোকাবিলায় প্রস্তুত অরণ্যপ্রহরী, কুইক রেসপন্স টিম

সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে । বৃষ্টিতে তাঁরা তো ভিজছেনই, সঙ্গে থাকা সামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে । সময় যত এগোচ্ছে, ততই ক্ষোভে ফুঁসছেন ওই পরিযায়ী শ্রমিকরা । তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কোনও রকম ভেসেলের ব্যবস্থা করা হয়নি । এখানে কোনও খাবারের ব্যবস্থাও করা হয়নি তাঁদের জন্য । ফলে সেই রাত থেকে না খেয়েই রয়েছেন তাঁরা ।

জেটিঘাটে বিক্ষোভরত শ্রমিকেরা

তাঁদের দাবি, যশ আসার আগে তাঁরা গঙ্গাসাগরে নিজেদের বাড়ি ফিরতে চান । ভিন রাজ্য থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন । কিন্তু দীর্ঘ রাস্তা পেরিয়ে এসে জেটিঘাটে পৌঁছাতে পারলেও বাড়ি ফেরার পথে এই কাকদ্বীপ থেকে সাগরে যেতেই সমস্যায় পড়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details