সুন্দরবন, 27 মে : মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । উচ্চমাধ্যমিকে দু'ধাপ এগিয়ে দ্বিতীয়স্থান অধিকার করেছে সুন্দরবন মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496 । সে সুন্দরবন আদর্শ বিদ্যালয়ের ছাত্র ।
মেধা তালিকায় থাকবেই, নিশ্চিত ছিলেন দ্বিতীয় স্থানাধিকারী মাসুমের শিক্ষকরা - HS
উচ্চমাধ্যমিকে তীয়স্থান হয়েছে সুন্দরবন মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496।
মাসুম আখতার
মাসুমের স্কুলের প্রধানশিক্ষক বলেন, মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । আমরা জানতাম ও স্ট্যান্ড করবেই । এটা আমাদের সকলের সাফল্য । আমরা খুব খুশি । আশা করব ভবিষ্যতেও ও এভাবেই স্কুলকে গর্বিত করবে ।"
Last Updated : May 27, 2019, 12:16 PM IST