বারুইপুর, 30 জুলাই: দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মল্লিকপুরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা । সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায় একাংশে। সেই সময় কারখানায় কাজ করছিলেন কর্মীরা। কালো ধোঁয়া দেখতে পেয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।
স্থানীয়দের থেকে খবর পায় পুলিশে ৷ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ বারুইপুর থানার আইসি, বারুইপুর এসডিপিও-এর নেতৃত্বে পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে যান। আসে দমকলের একাধিক ইঞ্জিনও। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এলাকার মানুষজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। আগুন নেভাতে বাসিন্দারাও ঝাঁপিয়ে পড়েন। কারখানার সামনেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ। রয়েছে একটি খাটালও। কলেজ বা খাটালে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না-পড়ে, সেই চেষ্টা করতে থাকে দমকল বিভাগ।
আরও পড়ুন:আগুন নিয়ে গ্রামবাসীরা তাড়া করতেই ধেয়ে এল হাতির পাল; ভিডিয়ো ভাইরাল