পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire in Diamond Harbour : দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় ডায়মন্ড হারবারে নিয়ন্ত্রণে এল আগুন - Fire In Diamond Harbour

ডায়মন্ড হারবার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ে মৎস্য ব্যবসায়ীর গোডাউন থেকে হঠাৎই কালো ধোঁয়া বাড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা (Fire In Diamond Harbour) ৷ দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ৷

Fire In Diamond Harbour news
ডায়মন্ড হারবারে আগুন

By

Published : Jun 6, 2022, 5:24 PM IST

ডায়মন্ড হারবার, 6 জুন : ডায়মন্ডহারবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ে অগ্নিকাণ্ড (Fire In Diamond Harbour) । ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ে ৷ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল দশটার সময় ডায়মন্ড পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কেল্লার মোড়ের কাছে আনসার আলী গাজী দামে মৎস্য ব্যবসায়ী গোডাউন থেকে হঠাৎই কালো ধোঁয়া বাড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা । তড়িঘড়ি প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলে তা বিফলে যায় । গোডাউনে মধ্যে দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল ও ডায়মন্ড হারবার থানাতে । ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন ।

আরও পড়ুন :অমৃতসরের সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড

বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । অত্যন্ত ঘিঞ্জি এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । দমকলে কর্মী জানান, "স্থানীয়রা ডায়মন্ড হারবার দমকলে ফোন করে । দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details