ক্যানিং, 18 জানুয়ারি : শনিবার দেশজুড়ে টিকাকরণের প্রথম ডোজ় দেওয়া হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের । রাজ্যেও একইভাবে ভ্যাকসিন নেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা । কিন্তু, চিকিৎসক না হওয়া সত্ত্বেও তৃণমূলের কয়েকজন বিধায়ক প্রথম দিনেই ভ্যাকসিন নেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে । অবশ্য সে সম্পর্কে কিছুই জানা নেই বলে জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । রবিবার বিকেলে ক্যানিং রেলমাঠে তৃণমূল যুবর ডাকে প্রকাশ্য জনসভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ আমি খবরের কাগজ দেখে জানলাম । ভ্যাকসিন নিতে চাইছেন না অনেকে । ওঁরা নিয়েছেন এটা তো একটা খবর । আমাদের রাজ্যে তো ভ্যাকসিনের সাফল্য খুব ভালো ।”
শনিবার দেশজুড়ে কোরোনা টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রথম দিনে ভ্যাকসিন নিতে পারবেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা । কিন্তু, ভ্যাকসিনেশনের প্রথম দিনেই রাজ্যে কয়েকজন তৃণমূল বিধায়ককে নিয়ম ভাঙতে দেখা গিয়েছে । চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী না হওয়া সত্ত্বেও ভ্যাকসিন নিতে দেখা গেছে তাঁদের । কোনও বিধায়কের তো আবার ভ্যাকসিন নেওয়ার তালিকায় সবার প্রথমে নাম ছিল । যদিও সেই বিধায়ক ভ্যাকসিন নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছিলেন । কিন্তু, কাটোয়ার বিধায়ক ও আসানসোলের তৃণমূল নেতাকে ভ্যাকসিন নিতে দেখা যায় । আসানসোলের ওই তৃণমূল নেতা জানিয়ে দেন, তিনি মানুষকে সচেতন করার জন্য ভ্যাকসিন নিয়েছিলেন । আর এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি ।