নামখানা, 19 ফেব্রুয়ারি : প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সুন্দরবনে দিনের পর দিন ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ ৷ ম্যানগ্রোভের জঙ্গল পরিষ্কার করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে (Sundarbans Mangrove Crisis because of fisheries) ৷ আর তাঁদের পিছনে প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনা সুন্দরবনের নামখানার লালপুরের সুন্দরিকা-দোয়ানিয়া খাল এলাকার ৷ খালের দু’পাশের ম্যানগ্রোভ কেটে সেখানে বেআইনিভাবে মাছের ভেড়ি গজিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বহু গ্রামবাসী ৷
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কারণে বহু ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ ৷ এ বার সেই ম্যানগ্রোভই অস্তিত্ব সংকটে ৷ কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালীদের মদতে ম্যানগ্রোভ পরিষ্কার করে মাছের ভেড়ি তৈরি করছে বলে অভিযোগ ৷ নামখানার লালপুল এলাকার সুন্দরিকা-দোয়ানিয়া খালের দু’পাশে নির্বিচারে ম্যানগ্রোভ নিধন চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এমনকি চন্দ্রনগর, চন্দনপিড়ি, হরিপুর এলাকাতেও একইভাবে ম্যানগ্রোভ কেটে বেআইনি মেছোভেড়ি তৈরি কাজ চলছে ৷ অভিযোগ উঠেছে, প্রশাসনের তরফে কোনও নজরদারি চালানো হচ্ছে না ৷
আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল