ক্যানিং, 5 জুন: ম্যানগ্রোভ (Mangrove) বাঁচিয়েছে সুন্দরবনকে (Sundarban), ম্যানগ্রোভই বাঁচাবে সুন্দরবনকে ৷ বুঝেছেন সুন্দরবনের মানুষ ৷ তাই ফের ক্যানিংয়ে নদীর তীরে জোর কদমে চলছে ম্যানগ্রোভ রোপণের কাজ ৷
আমফানের পর সুন্দরবনে নদী তীর বরাবর 3 হাজার হেক্টর জমিতে 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই মতো রাজ্যের বন দফতর ও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)-এর যৌথ উদ্যোগে সুন্দরবনের নদীগুলির ধারে ম্যানগ্রোভ রোপণ হয় ৷ তাই যশে ক্ষতি হয়নি সেই সব নদী বাঁধের, যেখানে ছিল ম্যানগ্রোভের পাহারা ৷ যশের পর মুখ্যমন্ত্রী ফের আকাশপথে সুন্দরবনের দুর্যোগ বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন । এরপর নবান্ন থেকে আরও বেশি ম্যানোগ্রোভ রোপণের জোর দেন ।
দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পি উলগানাথন বলেন, "মুখ্যমন্ত্রী আরও বেশি ম্যানোগ্রোভ রোপণের বিষয়ে জোর দিয়েছেন । এই কাজের সঙ্গে সেচ দফতরকে নেওয়া যায় কিনা তা ভাবা হচ্ছে ।''
এমজিএনআরইএ দফতরের জেলার নোডাল অফিশার সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "সুন্দরবনের মানুষই পারবে সুন্দরবনকে বাঁচাতে । তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা নদী সংলগ্ন এলাকার আমরা ম্যানগ্রোভের প্রাচীর তৈরির কাজ করাচ্ছি । সাফল্য পাচ্ছি ।"