মন্দিরবাজার (দক্ষিণ 24 পরগনা), 12 সেপ্টেম্বর: দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের লক্ষ্মীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট ৷ এই তিন এলাকায় 800 পরিবারের প্রায় 5 হাজারা মানুষের বসবাস ৷ যাঁদের অধিকাংশই নানারকম চর্মরোগে আক্রান্ত ৷ আর সঙ্গে সাপ, ব্যাঙ ও নানান কীটপতঙ্গের সঙ্গে বসবাস তাঁদের ৷ কারণ, এই তিন এলাকা বছরের 6 মাস বা তারও বেশি সময় জলমগ্ন হয়ে থাকে বলে অভিযোগ ৷ আর প্রশাসন ? অভিযোগ প্রশাসন গত 15 বছর ধরে এই সমস্যার সমাধান করতে উদাসীন ৷
প্রায় 15 বছর ধরে বর্ষাকাল এলেই লক্ষ্মীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট এলাকার 5টি গ্রাম জলমগ্ন হয়ে যায় ৷ বর্ষা চলে গেলেও জল নামে না ৷ তাই মশা ও সাপের উপদ্রব লেগেই থাকে ৷ তবে, শুধু এলাকার রাস্তা জলমগ্ন হয়ে থাকে তা নয় ৷ লোকজনের ঘরের ভিতরে পর্যন্ত নোংরা জল ঢুকে যায় ৷ আর ফল, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হন বাসিন্দারা ৷ যাঁদের উপায় আছে তাঁরা 6 মাসের জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে চলে যান ৷ আর যাঁদের সেই সামর্থ নেই, তাঁরা এই দুর্দশার মধ্যেই বসবাস করছেন বলে অভিযোগ ৷ এ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷
ইতি মধ্যে সাপের কামড়ে অনেকে মারা গিয়েছেন বলে অভিযোগ ৷ ডেঙ্গি এবং জলবাহিত রোগেও অনেকের মৃত্যু হয়েছে ৷ কিন্তু, প্রশাসনের তরফে কেবল আশ্বাস এবং উদাসীনতা প্রাপ্তি সাধারণের ৷ সঙ্গে শাসক-বিরোধী দোষারোপ ৷ সেখানকার পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড রয়েছে ৷ মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার অভিযোগ করেছেন, যে এলাকায় জল জমে রয়েছে সেটি রেলের অধীনে ৷ কর্মীরা কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ৷