মন্দিবাজার, 21 জুন: বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়লাভের পর থেকেই রাজ্যজুড়ে চলছে দলবদলের হিড়িক । বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপির কর্মী-সমর্থকরা । পিছিয়ে নেই মন্দিরবাজারও ।
বিজেপির সদস্যরা দলবদল করতে পারে এই আশঙ্কায় মন্দিরবাজারের বিজেপি কর্মীদের নিয়ে লাগাতার কর্মীসভাও করছিল বিজেপির জেলা নেতৃত্ব । তারপরেও অবস্থার কোনও পরিবর্তন হল না । জেলা নেতৃত্বের আশঙ্কাকে সত্যি করেই মন্দিরবাজারে বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল জেলা তৃণমূল কংগ্রেস । সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপি যুব মোর্চার সদস্য এবং মন্দিরবাজার বিধানসভায় বিজেপির কনভেনার দেবব্রত ঘোষ সহ অন্যান্য কর্মীরা ।